বাসস ক্রীড়া-১৯ : নাইমের হাফ-সেঞ্চুরিতে রংপুরের সংগ্রহ ৬ উইকেটে ১৮২ রান

287

বাসস ক্রীড়া-১৯
ক্রিকেট-বঙ্গবন্ধু বিপিএল
নাইমের হাফ-সেঞ্চুরিতে রংপুরের সংগ্রহ ৬ উইকেটে ১৮২ রান
ঢাকা, ৩১ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : বাঁ-হাতি ব্যাটসম্যান মোহাম্মদ নাইমের হাফ-সেঞ্চুরিতে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ২৮তম ম্যাচে রাজশাহী রয়্যালসের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান করেছে রংপুর রেঞ্জার্স। নাইম ৪৭ বলে ৫৫ রান করেন।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নেন রাজশাহী রয়্যালসের ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক আান্দ্রে রাসেল। ব্যাট হাতে নেমেই মারমুখী হন রংপুরের ওপেনার নাইম। তার ঝড়ো ব্যাটিংয়ে ৪ ওভারে ৩৮ রান পায় রংপুর। এরমধ্যে ৭ রান অবদান রেখে ফিরেন অধিনায়ক অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন।
এরপর দক্ষিণ আফ্রিকার ক্যামেরন ডেলপোর্টকে নিয়ে ৪২ বলে ৫৪ রানের জুটি গড়েন নাইম। দ্রুত রান তুলতে ডেলপোটকে স্ট্রাইক দেন নাইম। তবে ৪০ বলে এবারের আসরে দ্বিতীয় হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন নাইম। তার হাফ-সেঞ্চুরির পর ৩টি চার ও ২টি ছক্কায় ১৭ বলে ৩১ রানে আউট হন ডেলপোর্ট। ওয়াটসনকে ফেরানো আফিফ শিকার করেন ডেলপোর্টকে।
হাফ-সেঞ্চুরির পর থামতে হয় নাইমকেও। ৬টি চার ও ১টি ছক্কায় ৪৭ বলে ৫৫ রান করেন নাইম। ১৩ দশমিক ২ ওভারে দলীয় ১১০ রানে নাইমের বিদায়ের রংপুরকে বড় সংগ্রহ এনে দেন ইংল্যান্ডের লুইস গ্রেগরি-আফগানিস্তানের মোহাম্মদ নবী, আল-আমিন ও উইকেটরক্ষক জহিরুল ইসলাম। গ্রেগোরি ১৭ বলে ২৮, নবী ১২ বলে ১৬, আল-আমিন ১০ বলে অপরাজিত ১৫ ও জহিরুল ৮ বলে ৪টি চারে অপরাজিত ১৯ রান করেন। রাজশাহীর পাকিস্তানের মোহাম্মদ ইরফান-আফিফ ২টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
রংপুর রেঞ্জার্স: ১৮২/৬, ২০ ওভার (নাইম ৫৫, ডেলপোর্ট ৩১, ইরফান ২/৩৫)।
বাসস/এএসজি/এএমটি/২০৩০/স্বব