নওগাঁয় ৬ মাসে তিন কোটি ৮১ লাখ টাকা ভূমি উন্নয়ন কর আদায়

354

নওগাঁ, ৩১ ডিসেম্বর ২০১৯ (বাসস): জেলায় চলতি ২০১৯-২০ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয়মাসে তিনকোটি ৮১ লাখ পাঁচহাজার ৯শ’ ৯১ টাকা ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে। জেলার ১১টি উপজেলায় এই কর আদায় করা হয়।
নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার রায় জানান, আদায়কৃত এই করের মধ্যে বকেয়া দুইকোটি দুইলাখ ৮৮ হাজার ৯শ’ ৮৬ টাকা এবং হাল আদায় হয়েছে ১ কোটি ৭৮ লাখ ১৭ হাজার পাঁচটাকা। গত ৬ মাসে নওগাঁ জেলায় ভূমি উন্নয়ন কর আদায়ের হার শতকরা ৩৬ দশমিক ৮১ ভাগ।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার সদর উপজেলায় ৫৪ লাখ ৬০ হাজার একশ’ ৫৫ টাকা, আত্রাই উপজেলায় ৩৫ লাখ ১৮ হাজার আটশ’ ৪১ টাকা, রানীনগর উপজেলায় ৩৮ লাখ ১৪ হাজার একশ’ ৬২ টাকা, বদলগাছি উপজেলায় ২১ লাখ ৭৮ হাজার তিনশ’ ৬৫ টাকা, ধামইরহাট উপজেলায় দুইলাখ ৮৮ হাজার পাঁচশ’ ৯২ টাকা, পতœীতলা উপজেলায় ৩৯ লাখ ৫৭ হাজার সাতশ’ ৩১ টাকা, মহাদেবপুর উপজেলায় ৪৮ লাখ ৬২ হাজার দুইশ’ ৬৭ টাকা, মান্দা উপজেলায় ৩৩ লাখ ৪৮ হাজার একশ’ ৮৩ টাকা, নিয়ামতপুর উপজেলায় ৩৮ লাখ ৫৬ হাজার চারশ’ পাঁচটাকা, পোরশা উপজেলায় ২৪ লাখ ৪৯ হাজার তিনশ’ ১৬ টাকা এবং সাপাহার উপজেলায় ৪৩ লাখ ৭১ হাজার নয়শ’ ৭৪ টাকা ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে।