বাসস ক্রীড়া-১৪ : ও: ইন্ডিজ সিমিত ওভার ক্রিকেটের সহকারী কোচ হলেন পেনি

135

বাসস ক্রীড়া-১৪
ও:ইন্ডিজ-কোচ
ও: ইন্ডিজ সিমিত ওভার ক্রিকেটের সহকারী কোচ হলেন পেনি
জ্যামাইকা, ৩১ ডিসেম্বর, ২০১৯(বাসস): ওয়েস্ট ইন্ডিজ সিমিত ওভার ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেলেন ট্রেভর পেনি। ভারতীয় দলের সাবেক ফিল্ডিং কোচ পেনিকে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে জানিয়েছে ফিল্ডিং ক্ষেত্রে ৫১ বছর বয়সী পেনির অভিজ্ঞতা সাদা বলে(ওয়ানডে ও আন্তর্জাতিক টি-২০) ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য সহায়ক হবে।
আগামী ২ জানুয়ারী ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে যোগ দেবেন এবং আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন সিমিত ওভারের জন্য দলের প্রস্তুতি শুরু করবেন। ৭-১৯ জানুয়ারী অনুষ্ঠেয় সফরে তিনটি করে ওয়ানডে ও পিট-২০ ম্যাচ খেলবে ক্যারিবিয়রা।
নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে এক বিবৃতিতে পেনি বলেন,‘কাইরন পোলার্ডের নেতৃত্বাধীন এক দল মেধাবী খেলোয়াড়ের সঙ্গে এবং প্রধান কোচ ফিল সিমন্সের অধীনে কাজ করার সুযোগ পেয়ে আমি দারুন খুশি ও উৎফুল্ল। আমি অত্যন্ত ভাগ্যবান যে, গত কয়েক বছর যাবত আমি দলের বেশ কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে কাজ করছি এবং সিপিএল’র সঙ্গে যুক্ত হয়ে ক্যারিবিয়ান অঞ্চল এখন আমার দ্বিতীয় বাড়িতে পরিণত হয়েছে।’
কোচিং ক্যারিয়ার সমৃদ্ধ এ ইংলিশ ম্যান আরো বলেন, ‘সামনে দু’টি টি-২০ বিশ্বকাপ (অস্ট্রেলিয়ায় ২০২০ সালে এবং ২০২১ সালে ভারতে) আছে। আমার লক্ষ্য হচ্ছে সকলের উন্নতি ঘটানো এবং চেস্টা করবো ওয়েস্ট ইন্ডিজের জনগণের দু’টি ইভেন্টের শিরোপা জয় করা।’
ইংলিশ কাউন্টি দল ওয়ারউইকশায়ারের হয়ে ১৫৮টি প্রথম শ্রেনী ও ২৯১টি লিস্ট এ’ ম্যাচ খেলা পেনি ভারত, শ্রীলংকা, নেদারল্যান্ড ও যুক্তরাস্ট্রসহ বেশ কয়েকটি জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন।
এছাড়ার আইপিএল ও সিপিএলে বেশ কয়েকটি দলের কোচের দায়িত্ব পালন করেছেন পেনি।
পেনির নিয়োগ সম্পর্কে ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচ সিমন্স বলেন, ‘ট্রেভর অসাধারণ একজন কোচ এবং আগে যে সব জায়গায় কাজ করেছেন সর্বত্রই ভাল করেছেন।’
বাসস/স্বব/১৮২০/এএমটি