নড়াইলে ‘শতবর্ষের পথে বঙ্গবন্ধু ও সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

164

নড়াইল, ৩১ ডিসেম্বর, ২০১৯ (বাসস): জেলায় আজ ‘শতবর্ষের পথে বঙ্গবন্ধু ও সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক এক ‘সম্প্রীতি সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘সম্প্রীতি বাংলাদেশ’ আয়োজিত এ সংলাপ অনুষ্ঠিত হয়।
নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সম্প্রীতি বাংলাদেশ-এর আহবায়ক পীযুষ বন্দোপাধ্যায়।
বিশেষ ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সুবাস চন্দ্র বোস এবং সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়ারুল ইসলাম, পৌর মেয়র জাহ্ঙ্গাীর বিশ্বাস প্রমুখ।
আলোচক ছিলেন সাবেক সচিব ও সম্প্রীতি বাংলাদেশ-এর যুগ্ম-আহবায়ক নাসিরউদ্দিন আহমেদ, সংগঠনের সদস্য মিহির কান্তি ঘোষাল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। সবাই মিলে দেশটাকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।
সংলাপে জেলা প্রশাসন, পুলিশ, সাংবাদিক, মসজিদের ইমাম, স্থানীয় জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।