বাসস রাষ্ট্রপতি-৩ : অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে বাণিজ্য মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে : রাষ্ট্রপতি

127

বাসস রাষ্ট্রপতি-৩
হামিদ-বাণী-মেলা
অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে বাণিজ্য মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে : রাষ্ট্রপতি
ঢাকা, ৩১ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, সরকারের বহুমুখী অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নে এবং অর্থনীতির দ্রুত বিকাশে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২০ উপলক্ষে আজ মঙ্গলবার দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন।
দেশি-বিদেশি প্রতিষ্ঠান, ক্রেতাসাধারণসহ আয়োজক কর্তৃপক্ষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, দেশি ও বিদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণ ও বৈচিত্র্যময় পণ্য সম্ভারের কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা একটি জনপ্রিয় বার্ষিক আয়োজন হিসেবে পরিচিতি পেয়েছে। বাণিজ্য মেলা পণ্য উৎপাদক, বিক্রেতা, বিপণনকারী, রপ্তানিকারক ও আমদানিকারকদের মধ্যে একটি মেলবন্ধন তৈরি করে-যা পণ্যের বহুমুখীকরণসহ দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রত্যক্ষ ভূমিকা রাখে।’
তিনি বলেন, ‘বাণিজ্য মেলা যাতে কেবলমাত্র বিপণন কেন্দ্রে পরিণত না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উৎকৃষ্টমানের পণ্যসম্ভার ও সেবা প্রদর্শনের মাধ্যমে আরো আকর্ষণীয় হবে।’
আবদুল হামিদ বলেন, ‘বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্য-আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রূপান্তরের লক্ষ্যে ইতোমধ্যে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নেয়া হয়েছে। এ লক্ষ্য অর্জনে ব্যবসা-বাণিজ্যের প্রসারসহ বিনিয়োগ বাড়াতে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। বেসরকারী বিনিয়োগকে উৎসাহিত করতে প্রতিষ্ঠা করা হচ্ছে ১০০টি অর্থনৈতিক অঞ্চল। প্রযুক্তিভিত্তিক শিল্পের প্রসারে সারাদেশে স্থাপন করা হচ্ছে হাইটেক পার্ক।’
বাণীতে তিনি বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো প্রতি বছরের ন্যায় এবারও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২০ (ডিআইটিফ-২০২০) আয়োজন করছে জেনে আনন্দ প্রকাশ এবং ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২০ এর সাফল্য কামনা করেন।
বাসস/তবি/বিকেডি/১৭২০/জেহক