বাসস দেশ-১৮ : আশরাফ আলীর মৃত্যুতে ধর্ম প্রতিমন্ত্রীর শোক

118

বাসস দেশ-১৮
ধর্ম প্রতিমন্ত্রী-শোক
আশরাফ আলীর মৃত্যুতে ধর্ম প্রতিমন্ত্রীর শোক
ঢাকা, ৩১ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।
তিনি আজ এক শোকবার্তায় এ শোক ও দু:খ প্রকাশ করেন।
ধর্ম প্রতিমন্ত্রী মরহুম আশরাফ আলীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং পরিবারের শোক সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শেখ আব্দুল্লাহ বলেন, মাওলানা আশরাফ আলী ছিলেন দেশের বিশিষ্ট আলেমে দ্বীন, হাদিস শাস্ত্রের পন্ডিত, বয়োজ্যেষ্ঠ আলেম ও অসংখ্য দীনি শিক্ষা প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক।
কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতিসহ কওমি শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে বিশেষ অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, দীনি শিক্ষার প্রচার ও প্রসারে আশরাফ আলীর বিশেষ অবদানের কথা জাতি শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।
মাওলানা আশরাফ আলী গতকাল রাতে রাজধানী ঢাকার আজগর আলী হাসপাতালে হৃদ রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
বাসস/সবি/এমএএস/১৭১৫/কেকে