বাসস ক্রীড়া-২০ : বিপিএলে জাকের আলীর রেকর্ড

229

বাসস ক্রীড়া-২০
ক্রিকেট-বঙ্গবন্ধু বিপিএল
বিপিএলে জাকের আলীর রেকর্ড
ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ইতিহাসে এক ইনিংসে উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ ডিসমিসালের নয়া রেকর্ড গড়লেন জাকের আলী। এবারের বিশেষ ‘বঙ্গবন্ধু’ বিপিএলে ঢাকা প্লাটুনের হয়ে খেলছেন জাকের আলী। আজ বিপিএলের ২৬তম ম্যাচে রাজশাহী রয়্যালসের বিপক্ষে উইকেটের পেছনে ৬টি ক্যাচ নিয়ে রেকর্ড গড়েন তিনি। এ ম্যাচে এনামুলের হকের পরিবর্তে দ্বাদশ খেলোয়াড় হিসেবে উইকেটের পেছনে দায়িত্ব পালন করছেন জাকের।
বিপিএলের ইতিহাসে এক ইনিংসে উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড এতোদিন দখলে রেখেছিলেন আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ ও পাকিস্তানের উমর আকমল। ২০১৬ সালের আসরে বরিশালের বিপক্ষেই ৫টি করে ডিসমিসাল করেন রংপুর রাইডার্সের হয়ে খেলা শাহজাদ ও রাজশাহী কিংসের হয়ে মাঠে নামা আকমল। ঐ দু’টি ম্যাচে দু’জনই ২টি করে ক্যাচ ও ৩টি করে স্টাম্প করেন শাহজাদ ও আকমল। আর রেকর্ড গড়া ম্যাচে ৬টি ক্যাচই নেন জাকের।
এই রেকর্ড ঢাকার বিপক্ষে রাজশাহীর ব্যাটিং ইনিংসের ১৪তম ওভার পর্যন্ত। ম্যাচের বাকী ওভারে উইকেটের পেছনে আরও ক্যাচ নিলে জাকেরের রেকর্ডটি আরও শক্তপোক্ত হবে।
বাসস/এএসজি/এএমটি/২২০৫/স্বব