বাসস দেশ-৩৪ : সরকারের সচিব পর্যায়ে রদ-বদল : ৩ জন অতিরিক্ত সচিবের পদোন্নতি

244

বাসস দেশ-৩৪
পদোন্নতি-নিয়োগ
সরকারের সচিব পর্যায়ে রদ-বদল : ৩ জন অতিরিক্ত সচিবের পদোন্নতি
ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : সরকারের সচিব পর্যায়ে রদ-বদলের পাশাপাশি তিনজন অতিরিক্ত সচিবকে পদোন্নতিপূর্বক সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-অধিশাখা থেকে আজ সোমবার এ সংক্রান্ত পৃথক-পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ি ধর্ম সচিব মো. আনিছুর রহমানকে (৪৬১০) বদলি করে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব শেখ ইউসুফ হারুনকে (৫৩৭২) বদলী করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়াও অর্থ বিভাগের অতিরিক্ত সচিব তাহমিনা বেগমকে (৪৭২২) পদোন্নতি দিয়ে (গ্রেড-১) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। রাষ্ট্রপতির কার্যালয়ের অতিরিক্ত সচিব মো. ওয়াহিদুল ইসলাম খানকে (৫২৩৫) পদোন্নতিপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) হিসেবে নিয়োগ করা হয়েছে (রাষ্ট্রপতির কার্যালয়ে সংযুক্ত)।
অপরদিকে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদ (৫২৮৯) (অতিরিক্ত সচিব) পদোন্নতি দিয়ে (গ্রেড-১) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
বাসস/সবি/জেডআরএম/২১১৫/-কেজিএ