বাসস দেশ-২৫ : মেয়র পদ থেকে আতিকুল ইসলামের পদত্যাগ

122

বাসস দেশ-২৫
আতিক-পদত্যাগ
মেয়র পদ থেকে আতিকুল ইসলামের পদত্যাগ
ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে ইস্তফা দিয়েছেন আতিকুল ইসলাম।
ডিএনসিসির সিনিয়র তথ্য অফিসার এএসএম মামুন বাসসকে জানান, আজ বিকেলে আতিকুল ইসলাম স্বাক্ষরিত পদত্যাগ পত্রটি ডিএনসিসি সচিবের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছেন এবং ইতোমধ্যে তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে।
আগামীকাল মনোনয়নপত্র জমার শেষ দিনে বেলা ১২ টার দিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম মনোনয়নপত্র জমার কথা রয়েছে।
এদিকে ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের প্রার্থী রোববার দুপুরে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর চিঠি দেন। ইতোমধ্যে ঢাকা-১০ আসন শূন্য ঘোষণা করা হয়।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। ভোটগ্রহণ ৩০ জানুয়ারি।
বাসস/এমএসএইচ/১৯২০/জেহক