বাসস দেশ-২১ : হাইকোর্ট সনদের প্রিলিমিনারি পরীক্ষার ফরম ফিলাপ ১ মার্চ শুরু

111

বাসস দেশ-২১
হাইকোর্ট- সনদ
হাইকোর্ট সনদের প্রিলিমিনারি পরীক্ষার ফরম ফিলাপ ১ মার্চ শুরু
ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০১৯ (বাসস): আইনজীবী হিসেবে হাইকোর্টের সনদের জন্য প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষার ফরম ফিলাপ আগামী ১ মার্চ থেকে শুরু হচ্ছে।
বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মো. আফজাল-উর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। এতে বলা হয়, ১ মার্চ ২০২০ থেকে ৩১ মার্চ ২০২০ তারিখের মধ্যে সংশ্লিষ্টদের ফরম ফিলাপ করতে হবে। ১০০ নম্বরের এই পরীক্ষা ১ ঘন্টায় অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
উল্লেখ্য আইনজীবী হিসেবে হাইকোর্টের সনদ লাভে আগে লিখিত পরীক্ষা এবং লিখিত পাশের পর মৌখিক পরীক্ষা হতো। এখন থেকে প্রিলিমিনারি চালু হলো।
আইনজীবী হিসেবে বার কাউন্সিলের সনদ লাভে এমসিকিউ পরীক্ষা হয়। এমসিকিউ উত্তীর্ণ হলে লিখিত এবং লিখিত পাশের পর মৌখিক পরীক্ষা নেয়া হয়। এখন থেকে হাইকোর্ট সনদ পরীক্ষার ক্ষেত্রে তা চালু হলো।
বাসস/ডিএ/১৮৪০/কেজিএ