সৈয়দ মোয়াজ্জেম আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

149

ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০১৯ (বাসস): প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশিষ্ট কূটনীতিক ও রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় প্রধানমন্ত্রী, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সৈয়দ মোয়াজ্জেম আলীর ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। মুক্তিযুদ্ধের সময় তিনি ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসে কর্মরত থাকা অবস্থায় পাকিস্তানের পক্ষ ত্যাগ করে স্বাধীন বাংলাদেশ সরকারের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।
মোয়াজ্জেম আলী ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস চালু করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
শেখ হাসিনা বলেন, মোয়াজ্জেম আলীর মত কূটনীতিবিদের মৃত্যুতে দেশ ও জাতির এক অপূরণীয় ক্ষতি হল।
প্রধানমন্ত্রী, তার রুহের মাগফিরাত কামনা করেন এবং মোয়াজ্জেম আলীর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।