বাসস দেশ-৩৫ : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে একশ’ সার্ভিস ডিজিটাইজ করা হবে : পলক

216

বাসস দেশ-৩৫
পলক-বঙ্গবন্ধু-জন্মশতবার্ষিকী
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে একশ’ সার্ভিস ডিজিটাইজ করা হবে : পলক
ঢাকা, ২৯ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে একশ’টি সরকারি সেবা ডিজিটাইজ করা হবে।
তিনি আরো বলেন, এ উপলক্ষে আগামী বছরে তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ অতিরিক্ত একশ’ ঘন্টা কাজ করবে।
জুনাইদ আহমেদ পলক আজ মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে একশ’ ডিজিটাল সার্ভিস মূল্যায়ন বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বঙ্গবন্ধু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জনগণের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে গেছেন উল্লেখ করে জুনাইদ আহমেদ পলক বলেন, জনগণকে সেবা প্রদানের মাধ্যমে জাতির পিতার প্রতি প্রকৃত শ্রদ্ধা প্রদর্শন করা সম্ভব। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বর্তমান সরকারের বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্যই জাতিসংঘের ই – গভর্মেন্ট রেংকিংয়ে বাংলাদেশ ১৬২ থেকে ১১ বছরে ১১৫ তম অবস্থানে পৌঁছেছে । আগামী ২০২১ সালের মধ্যে আমরা ডাবল ডিজিটে নামিয়ে আনতে কাজ করছি।
কর্মশালায় মন্ত্রণালয় ও সরকারি-বেসরকারি ১০ টি সংস্থা অংশগ্রহণ করে।
আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এটুআইয়ের প্রকল্প পরিচালক আব্দুল মান্নান, বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির সহ অন্যান্য কর্মকর্তাগণ।
বাসস/সবি/এমএএস/২১১০/এএএ