বাসস দেশ-৩৪ : তেজগাঁওয়ে তোবারক হত্যা: দুই আসামীর জবানবন্দি

207

বাসস দেশ-৩৪
তোবারক হত্যা-জবানবন্দি
তেজগাঁওয়ে তোবারক হত্যা: দুই আসামীর জবানবন্দি
ঢাকা, ২৯ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : রাজধানীর তেজগাঁওয়ে শান্তি নিকেতন আবাসিক এলাকায় তোবারক হোসেন নামে এক ব্যক্তিকে (৭০) হত্যার দায় স্বীকার করে দুই আসামী জবানবন্দি দিয়েছেন।
আজ রোববার ঢাকা মহানগর হাকিম আদালতে আসামি গোলাম রাব্বী ও মো. ইমন হোসেন ওরফে হাসান ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেন।
অপরদিকে ঢাকা মহানগর হাকিম মইনল ইসলাম শুনানি শেষে তিন আসামি সোহেল প্রধান, বাবুল প্রধান ও আলামিন খন্দকার ওরফে রিহানের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
আজ দুপুরে তাদের পাঁচ জনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) সৈয়দ ইফতেখার হোসেন আসামি মো. গোলাম রাব্বী ও মো. ইমন হোসেন ওরফে হাসানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।
তেজগাঁও শিল্পাঞ্চলের আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক ফরিদ আহমেদ এ তথ্য জানান।
গত ২৫ ডিসেম্বর নিজ ফ্ল্যাটে খুন হন তোবারক হোসেন (৭০)। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল।
বাসস/সংবাদদাতা/এমএমবি/২০৫০/শআ