ইরাকে নিহত ৩৯ নাগরিকের লাশ ফেরত আনবে ভারত

396

নয়াদিল্লী, ২৭ মার্চ ২০১৮ (বাসস ডেস্ক): ইরাকে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হাতে নিহত ভারতের ৩৯ নাগরিকের লাশ দেশে ফিরিয়ে আনবে নয়াদিল্লী। দেশটির পররাষ্ট্রমন্ত্রী একথা জানান।
মঙ্গলবার বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ইরাকে নিহত এসব নাগরিকের পরিবারের সাথে সোমবার রাজধানীতে বৈঠককালে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এমন আশ্বাস দেন।
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বলা হয়, ‘আগামী এক সপ্তাহের মধ্যে এসব লাশ ভারতে ফেরত আনা হবে। জুনিয়র পররাষ্ট্রমন্ত্রী ভি.কে. সিং এ উদ্দেশে ইরাক যাবেন।’
স্বরাজ গত সপ্তাহে ভারতে পার্লামেন্টে বলেন, ২০১৪ সালে মসুল থেকে ইসলামিক স্টেট জঙ্গিদের হাতে অপহৃত ভারতের ৩৯ নির্মাণ কর্মীর সকলকে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, একটি গণকবর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।