বাসস বিদেশ-৫ : সিরিয়ার ইদলিব থেকে সেনা ঘাঁটি প্রত্যাহার করবে না তুরস্ক

158

বাসস বিদেশ-৫
তুরস্ক-সিরিয়া
সিরিয়ার ইদলিব থেকে সেনা ঘাঁটি প্রত্যাহার করবে না তুরস্ক
ইস্তাম্বুল, ২৯ ডিসেম্বর, ২০১৯ (বাসস ডেস্ক) : তুরস্ক সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশ থেকে তাদের সেনা ঘাঁটি প্রত্যাহার করবে না। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এ কথা জানান।
সিরীয় সরকারের ঘনিষ্ঠ মিত্র মস্কো ও আঙ্কারার মধ্যে ২০১৮ সালের সেপ্টেম্বরে সম্পাদিত চুক্তির ভিত্তিতে তুরস্ক ইদলিবে এসব পর্যবেক্ষণ ঘাঁটি স্থাপন করে।
সিরিয়ার সরকারি বাহিনী সোমবার তুরস্কের ১২টি ঘাঁটির মধ্যে একটিকে চারদিক থেকে ঘিরে রাখে। ইদলিবের অনেক এলাকা দখলে নেয়ার পর সিরীয় বাহিনী তুরস্কের এই ঘাঁটি ঘিরে রাখার উদ্যোগ নেয়।
তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকর বলেন, আমরা রাশিয়ার সাথে করা চুক্তির প্রতি শ্রদ্ধাশীল। আমরা আশা করি রাশিয়াও চুক্তিটি মেনে চলবে।
তিনি আরো বলেন, আমরা ১২টি পর্যবেক্ষণ ঘাঁটির একটিও খালি করবো না। আমরা এ জায়গা ছেড়ে যাবো না।
শীর্ষ সেনা কমান্ডেরদের সাথে নিয়ে শনিবার সিরীয় সীমান্ত সংলগ্ন দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশে তুর্কি সেনাদের দেখতে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী এ মন্তব্য করেন।
উল্লেখ্য, ইদলিব প্রদেশে তুরস্ক বিদ্রোহীদের সমর্থনে কাজ করছে। সম্প্রতি সিরীয় সরকার ইদলিব প্রদেশ পূণর্দখলে মস্কোর বিমানবাহিনীর সমর্থনে জোর হামলা চালাচ্ছে এবং অধিকাংশ এলাকা দখলে নিয়েছে।
বাসস/জুনা/১৮৫৫/জেহক