বাসস দেশ-১৪ : এসপিসিপিডি প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করার আহবান স্পিকারের

104

বাসস দেশ-১৪
স্পিকার – কর্মশালা
এসপিসিপিডি প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করার আহবান স্পিকারের
ঢাকা,২৯ ডিসেম্বর,২০১৯ (বাসস) : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, এসপিসিপিডি প্রকল্পের আওতায় বাল্যবিবাহ প্রতিরোধ, প্রসবকালিন মাতৃ ও শিশু মৃত্যু হার হ্রাসসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।
এ প্রকল্পের সকল কার্যক্রম’কে সৃজনশীলভাবে সাজিয়ে এর সুফল তৃণমূলের জনগণ যাতে পেতে পারে সেজন্য তিনি এসপিসিপিডি প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করারও আহবান জানিয়েছেন।
স্পিকার আজ রোববার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এসপিসিপিডি প্রকল্পের আওতায় ‘আনফিনিশড এজেন্ডা অব দ্যা আইসিপিডি : এক্সেলারেটিং দ্যা প্রোমিজ’ শীর্ষক এক ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।
জাতীয় সংসদ সচিবালয় ও ইউএনএফপিএ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
এ কর্মশালায় “হার্নেসিং দ্যা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড-এ মেটার অব আর্জেন্ট এ্যাকশন’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের চেয়ারম্যান প্রফসর ড. মোহাম্মদ মইনুল ইসলাম।
এছাড়াও ‘দ্যা আনফিনিশড এজেন্ডা অব দ্যা আইসিপিডি প্রোগ্রাম অব এ্যাকশন ইন বাংলাদেশ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ডা. হাবিবে মিল¬াত এমপি এবং ‘প্রিভন্ট চাইল্ড মেরেজ এ্যান্ড জেন্ডার ভায়োলেন্স : পলিসিস, প্রোগ্রামস এ্যান্ড কারেন্ট সিচুয়েশন ইন বাংলাদেশ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন অ্যারোমা দত্ত এমপি।
এসপিসিপিডি প্রকল্পকে খুবই গুরুত্বপূর্ণ-এ কথা উল্লেখ করে ড. শিরীন শারমিন বলেন, এজন্যই এতে সংসদ সদস্যদের সম্পৃক্ত করা হয়েছে। তিনি সংসদ সদস্যদের গঠনমূলক আলোচনার মাধ্যমে কর্মপরিকল্পনা তৈরির উপর জোর দেন।
তিনি বাল্যবিবাহ, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু প্রবণ এলাকাগুলো চিহ্নিত করে তা প্রতিরোধে পাইলট উদ্যোগ গ্রহণ করারও পরামর্শ দেন।
স্পিকার বলেন, প্রকল্পের কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে এসডিজি’র সকল লক্ষ্যই পূরণ করা সম্ভব।
এ কর্মশালায় বিশেষজ্ঞ ব্যক্তিদের জ্ঞানভিত্তিক ও গবেষণামূলক আলোচনা সংশ্লি¬ষ্টদের জানার পরিসরকে আরও সমৃদ্ধ করবে বলেও তিনি উল্লে¬খ করেন।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মোছাঃ মাহাবুব আরা বেগম গিনি এমপি এবং সূচনা বক্তব্য দেন এসপিসিপিডি প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) এম এ কামাল বিল্ল¬াহ (যুগ্ম সচিব)।
মুক্ত আলোচনা সেশনটি পরিচালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান। এ সময় সংসদ সদস্যবৃন্দ তাদের মূল্যবান মতামত প্রদান করেন।
কর্মশালায় জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আ,স,ম ফিরোজ এমপি, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেগম মেহের আফরোজ উপস্থিত থেকে বিষয়ভিত্তিক মূল্যবান মতামত প্রদান করেন । সংসদ সদস্যবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন।
বাসস/সবি/জেডআরএম/১৮০৫/কেকে