বাসস বিদেশ-৩ : ইরান বিরোধী বৈঠকের কারণে কুয়েতের দূতকে তেহরানের তলব

125

বাসস বিদেশ-৩
ইরান-কুয়েত-কুটনীতি
ইরান বিরোধী বৈঠকের কারণে কুয়েতের দূতকে তেহরানের তলব
তেহরান, ২৯ ডিসেম্বর, ২০১৯ (বাসস ডেস্ক) : ইরান-বিরোধী বৈঠকের প্রতিবাদ জানাতে তেহরানে কুয়েতের দূতকে শনিবার ডেকে পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়। খবর এএফপির।
মন্ত্রণালয়ের উপসাগরীয় বিষয়ক প্রধান কুয়েতের চার্জ দ্য অ্যাফেয়ার্সের কাছে ওই বৈঠকের নিন্দা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের ওপর গুরুত্বারোপ করেন।
বিবৃতি অনুযায়ী, কুয়েতের দূতকে বলা হয়েছে যে এ ধরনের কর্মকান্ড ইসলামিক প্রজাতন্ত্র ইরানের আভ্যন্তরীণ ব্যাপারে সুস্পস্ট হস্তক্ষেপ এবং প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্কের নীতিমালার লংঘন।
উপসাগরীয় অন্যান্য আরব দেশের সাথে ইরানের সম্পর্কে উত্তেজনা থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে কুয়েতের সাথে তেহরানের সুসম্পর্ক রয়েছে।
তবে সৌদি আরব ২০১৬ সালে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর কুয়েত তেহরানে তার কুটনৈতিক উপস্থিতি অনেকাংশেই কমিয়ে ফেলে। তেহরানে কুয়েতের কেবলমাত্র একজন চার্জ দ্য অ্যাফেয়ার্স ও দুজন কর্মকর্তা রয়েছে।
বাসস/অনু- জেজেড/১৫০০/জুনা