বাসস ক্রীড়া-১৫ : রাসেলের ‘৪০০’

211

বাসস ক্রীড়া-১৫
ক্রিকেট-বঙ্গবন্ধু বিপিএল
রাসেলের ‘৪০০’
ঢাকা, ২৮ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : বিশ্বের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে টি-২০ ক্রিকেটে ৪শ’ ছক্কার মাইলফলক স্পর্শ করলেন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান আন্দ্রে রাসেল। আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ২৩তম ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ব্যাট হাতে নেমে ৪টি ছক্কায় ২১ বলে অপরাজিত ৩৭ রান করেন রাসেল। এই চারটি ছক্কার মাধ্যমে টি-২০ ক্রিকেটে ৪শ ছক্কার মাইলফলক স্পর্শ করেন রাসেল।
রাসেলের আগে টি-২০ ক্রিকেটে ৪শ’ বা তার বেশি ছক্কা হাঁকিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল-কাইরন পোলার্ড, নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম ও অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন। গেইল ৪শ ম্যাচে ৯৬৬টি, পোলার্ড ৪৯৬ ম্যাচে ৬৪৭টি, ম্যাককালাম ৩৭০ ম্যাচে ৪৮৫টি, ওয়াটসন ৩১৭ ম্যাচে ৪৩১টি ও রাসেল ৩১২ ম্যাচে ৪০১টি ছক্কা মারেন।
বাসস/এএসজি/এএমটি/১৯২৫/স্বব