বাসস ক্রীড়া-১৪ : সাকিবকে পেছনে ফেললেন সাব্বির

134

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট-বঙ্গবন্ধু বিপিএল
সাকিবকে পেছনে ফেললেন সাব্বির
ঢাকা, ২৮ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ইতিহাসে রান বিবেচনায় দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে পেছনে ফেললেন হার্ড-হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান।
আজ টুর্নামেন্টের ২৩তম ম্যাচে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ২৩ বলে ২৫ রান করেন কুমিল্লা ওয়ারিয়র্সের সাব্বির। এই ইনিংস দিয়ে বিপিএলে সাকিবকে টপকে সর্বোচ্চ রান তালিকার পঞ্চমস্থানে উঠে এলেন সাব্বির। ৮১ ম্যাচের ৭৩ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ৪টি হাফ-সেঞ্চুরিতে এখন ১৫০৪ রান সাব্বিরের।
জুয়ারির তথ্য গোপন করায় সবধরনের ক্রিকেটে এক বছরের জন্য নিষিদ্ধ আছেন সাকিব। তাই এবারের ‘বঙ্গবন্ধু’ বিপিএলে খেলতে পারছেন না তিনি। তাই বিপিএলের ইতিহাসে তার রান ও উইকেট থমকে আছে। এই আসরের আগে বিপিএলে ৭৬ ম্যাচের ৭৫ ইনিংসে ৫টি হাফ-সেঞ্চুরিতে ১৪৮৩ রান করেছেন সাকিব।
বিপিএলে সবচেয়ে বেশি রান করা শীর্ষ পাঁচ ব্যাটসম্যান :
খেলোয়াড় ম্যাচ ইনিংস রান গড়
তামিম ইকবাল ৬৪ ৬৩ ২০৫০ ৩৬.৬০
মুশফিকুর রহিম ৭৭ ৭৩ ১৯৯৬ ৩৪.৪১
মাহমুদুল্লাহ রিয়াদ ৭৮ ৭৪ ১৬৯৫ ২৫.৬৮
ইমরুল কায়েস ৭৬ ৭৫ ১৬২১ ২৪.১৯
সাব্বির রহমান ৮১ ৭৩ ১৫০৪ ২২.৪৪
বাসস/এএসজি/এএমটি/১৯০৫/স্বব