নুরের ওপর হামলার ঘটনায় ৩ জন কারাগারে

178

ঢাকা, ২৮ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় গ্রেফতার হওয়া তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ শনিবার তিন দিনের রিমান্ড শেষে তাদেরকে আদালতে হাজির করা হলে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার।
অপরদিকে আসামি পক্ষের আইনজীবী তাদের জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিরা হলেন, মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সাধারণ সম্পাদক আল মামুন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য ও মেহেদি হাসান শান্ত।
শাহবাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে ২৪ ডিসেম্বর শাহবাগ থানায় দায়ের করা মামলায় ঢাকা মহানগর হাকিম মাইনুল ইসলাম তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ভিপি নুরুল হক নুরসহ অন্য ছাত্রদের ওপর হামলার ঘটনায় গত ২৪ ডিসেম্বর নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মোহাম্মদ রইচ হোসেন বাদি হয়ে এ মামলা করেন।