বাসস দেশ-২২ : কৃষি উন্নয়ন কর্পোরেশন ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিল সংসদে রিপোর্ট প্রদানের সুপারিশ

188

বাসস দেশ-২২
স্থায়ী কমিটি-বৈঠক
কৃষি উন্নয়ন কর্পোরেশন ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিল সংসদে রিপোর্ট প্রদানের সুপারিশ
ঢাকা, ৫ জুলাই, ২০১৮ (বাসস) : ‘বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিল ২০১৮’ ও ‘বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০১৮’ পরীক্ষা নিরীক্ষা করে বিলের কিছু কিছু দফায় সংশোধন সাপেক্ষে বিল দু’টি চূড়ান্ত করে জাতীয় সংসদে রিপোর্ট প্রদানের সুপারিশ করেছে জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
আজ কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩০তম বৈঠকে এই সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মো. মকবুল হোসেনের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, মো.মোসলেম উদ্দিন, আব্দুল মান্নান, এ কে এম রেজাউল করিম তানসেন, মো. নূরুল ইসলাম ওমর এবং এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে বিল দু’টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করে এই সুপারিশ করা হয়। বৈঠকে কৃষি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তর এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমএআর/১৯৩৫/এএএ