মুজিববর্ষ পালন করতে হবে রাজাকারমুক্ত পরিবেশে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

156

মেহেরপুর, ২৮ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, মুজিববর্ষ পালন করতে হবে রাজাকারমুক্ত পরিবেশে। সন্ত্রাসমুক্ত দেশ গড়তে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দিকনির্দেশনা আর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।
আজ শনিবার মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপনের প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘মেহেরপুর-মুজিবনগরে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ হতে হবে সারাদেশের মধ্যে অন্যতম। জেলার সকল সরকারি বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে পালন করতে হবে।’
জেলা প্রশাসক মো. আতাউল গনির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের এমপি সাহিদুজ্জামান খোকন, সাবেক এমপি মকবুল হোসেন, পৌর মেয়র ও জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান রিটন।