বাসস ক্রীড়া-৬ : ফিলিপসকে ফিরিয়ে আনছে লিভারপুল

119

বাসস ক্রীড়া-৬
ফুটবল-লিভারপুল
ফিলিপসকে ফিরিয়ে আনছে লিভারপুল
লন্ডন, ২৮ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : নাথানিয়েল ফিলিপসকে জার্মান ক্লাব স্টুটগার্ট থেকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা লিভারপুল। ক্লাবের এক বিবৃতিতে ফিলিপসের দলভূক্তি নিশ্চিত করা হয়েছে। হঠাৎ করেই সেন্টার-ব্যাকে খেলোয়াড়ের কমতি দেখা দেয়ায় ফিলিপসকে ফিরিয়ে আনছে ইংলিশ জায়ান্টরা।
২২ বছর বয়সী ফিলিপস চলতি বছর ধারে বুন্দেসলিগার দ্বিতীয় লিগের দল স্টুটগার্টে খেলতে গিয়েছিলেন। জার্মানীতে তিনি ১১টি ম্যাচে অংশ নিয়েছেন। আগামী ৫ জানুয়ারি এফএ কাপের তৃতীয় রাউন্ডে মার্সিসাইড ডার্বিতে এভারটনের বিপক্ষে এনফিল্ডে ম্যাচের মাধ্যমে ফিলিপসের লিভারপুলের হয়ে অভিষেক হতে পারে।
রেডস ম্যানেজার জার্গেন ক্লপ বর্তমানে সিনিয়র দুই সেন্ট্রাল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক ও জো গোমেজের ওপরই আস্থা রেখেছেন। হাঁটুর ইনজুরির কারনে জোয়েল মাটিপ ও হ্যামস্ট্রিং ইনজুরির কারনে ডিয়ান লোভরেন মাঠের বাইরে রয়েছেন। মিডফিল্ডার ফাবিনহোও হাঁটুর সমস্যায় ভুগছেন। যে কারনে ফিলিপসকে উড়িয়ে আনতে বাধ্য হয়েছে লিভারপুল।
বাসস/নীহা/১৫৫০/স্বব