বাসস ক্রীড়া-৪ : এক মৌসুমে তৃতীয় কোচ নিয়োগ দিল এস্পানিয়ল

134

বাসস ক্রীড়া-৪
ফুটবল-কোচ
এক মৌসুমে তৃতীয় কোচ নিয়োগ দিল এস্পানিয়ল
বার্সেলোনা, ২৮ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : এক মৌসুমে তৃতীয় কোচ হিসেবে স্পেনের জাতীয় দলের সাবেক খেলোয়াড় আবলার্ডো ফার্নান্দেজকে নিয়োগ দিয়েছে এস্পানিয়ল।
১৮ ম্যাচে মাত্র ১০ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের তলানিতে অবস্থান করছে বার্সেলোনার নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিয়ল। গত সপ্তাহে তলানির দ্বিতীয় দল লেগানেসের বিপক্ষে ২-০ গোলে পরাজিত হবার পর কোচ পাবলো মাচিনসহ তিনজন কোচিং স্টাফকে বরখাস্ত করে ক্লাব কর্তৃপক্ষ। গত অক্টোবরে মাচিন ক্লাবের দায়িত্ব নিয়েছিলেন। এর আগে ৮ ম্যাচে মাত্র একটিতে জয় পাওয়ায় অক্টোবরের শুরুতে ডেভিড গালেগোকে বরখাস্ত করেছিল এস্পানিয়ল।
বার্সেলোনা ও স্পেনের সাবেক ডিফেন্ডার ৪৯ বছর বয়সী নতুন কোচ ফার্নান্দেজ গত মৌসুমে ১৪তম স্থানে থাকা আলাভেস ছেড়ে চলে গিয়েছিলেন।
বাসস/নীহা/১৫৪৫/স্বব