ব্রাজিলেকে কোন রকম ছাড় দিতে চায় না বেলজিয়াম : কোম্পানি

301

মস্কো, ৫ জুলাই ২০১৮ (বাসস/এএফপি) : রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলকে সেরা দল হিসেবে অভিহিত করলেও কোয়ার্টারফাইনালে তারা কোন প্রকার ছাড় পাবে না বলে জানিয়েছেন বেলজিয়াম তারকা ভিনসেন্ট কোম্পানি।
এই দশকের অন্যতম মেধাবী দল বেলজিয়াম আগামীকাল শুক্রবার কোয়ার্টার ফাইনালে কাজানে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে। কোম্পানি সাংবাদিকদের বলেন, ‘চলতি বিশ্বকাপে ব্রাজিল হচ্ছে সবচেয়ে শক্তিশালী দল। এটি একটি স্বীকৃতি। তার মানে এই নয় যে তাদের বিপক্ষে আমাদের সুযোগ ভাল কিছু করার সুযোগ নেই।’
ইংল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জয় পাওয়া গ্রুপ পর্বের শেষ ম্যাচে বদলী হিসেবে মাঠে নামা এই বেলজিয়ান ডিফেন্ডার বলেন, ‘ব্রাজিলের বিপক্ষে হেরে যাবার ভয়ে নিদ্রাহীন রাত কাটানো কোন খেলোয়াড় আমাদের নেই। রক্ষণভাগে তারা বেশ শক্তিশালী। আক্রমণ ও রক্ষণ উভয় বিভাগেই তারা উতরে গেছে। তারা একক মোকাবেলায় কাউকে ভয় পায় না। যে কোন পরিস্থিতিতে জট খোলার জন্য তাদের কাছে সব সময় একটি চাবি মজুদ থাকে।’
ম্যানচেস্টার সিটির অদম্য তারকা ৩২ বছর বয়সি কোম্পানি বলেন, এডেন হ্যাজার্ড, কেভিন ডি ব্রুইয়ানের মত খেলোয়াড়দের নিয়ে বেলজিয়াম গর্ব করতে পারে। তবে ব্রাজিলের মত দলকে হারাতে হলে তাদেরকে অবশ্যই দলগত পারফর্মেন্স দেখাতে হবে। তিনি বলেন, ‘আমরা তাদের দিকে তাকিয়ে আছি। তবে এই ম্যাচে যদি আমরা কোন একক নৈপুণ্যে নির্ভর করতে চাই, তাহলে হারতে হবে।’
শেষ ষোলর লড়াইয়ে জাপানের কাছে ২-০ গোলে পিছিয়ে পড়ার পরও শেষ মুহূর্তে ৩-২ গোলের রোমঞ্চকর এক জয় নিয়ে কোয়ার্টারফাইনাল নিশ্চিত করেছে বেলজিয়াম। ইতোমধ্যে অনেকগুলো ফেভারিট দল টুর্নামেন্ট থেকে ছিঠকে পড়েছে। এটিই ফুটবলের মূল আকর্ষল। কোম্পানি বলেন, ‘আমরা ফুটবলের একটি আকর্ষণীয় স্টাইল গড়েছি। প্রতিপক্ষের জালে প্রচুর গোল করে নিজেদের ভাল একটি দল হিসেবে প্রতিষ্ঠিত করেছি। ব্রাজিলের বিপক্ষে যদি ভাল খেলতে পারি তাহলে আরো বেশি সমর্থককে আকৃষ্ট করতে পারবো। নিরপেক্ষ দর্শকরা সব সময় ভাল ফুটবলের প্রশংসা করে। যেমনটি খেলে থাকে হল্যান্ড। আমরাও এখন নিয়মিতভাবে উন্নতি করছি। ব্রাজিলের বিপক্ষে এখন আর একটি ধাপে পৌঁছাতে হবে। আমি অন্তত মনে করছি, আমরা পারব।’
কালকের গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালের ওই ম্যাচে বেলজিয়ামকে অবশ্যই নেইমার থামানোর উপায় খুঁজে বের করতে হবে। রাশিয়ায় তার পারফর্মেন্স যেমন সবাইকে মুগ্ধ করেছে তেমনি ফাউলের বিপরীতে অতিরিক্ত প্রতিক্রিয়ার সমালোচনাও হয়েছে জোড়ালোভাবে।
নেইমার তার সামনে পড়েলে কি করবেনÑ ব্রাজিলীয় সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কোম্পানি উল্টো তাদের দিকে সেটি ছুঁড়ে দিয়ে জিজ্ঞেস করেন, ‘এ ক্ষেত্রে আপনারা তাকে কি বলবেন? আপনারা ব্রাজিলীয় সাংবাদিক। আহ, আমি দেখছি আপনারা উত্তর দিতে ভয় পাচ্ছেন। তবে নেইমারের কার্মকান্ড নিয়ে আমি পরোয়া করি না। ম্যাচটি যদি একক নৈপুণ্য নির্ভর হয় তাহলে আমাদের কোন সুযোগ থাকবে না। আমরা যদি দলবদ্ধভাবে খেলতে পারি, তাহলে আমরা কিছু একটা করতে পারবো। এটাই আমার কাছে সবচেয়ে বেশি বিবেচ্য।’