সিসিটিভির’র ফুটেজ পরীক্ষা করে হামলাকারীদের খুঁজে বের করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

318

ঢাকা, ২৬ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সিসিটিভি’র ফুটেজ পরীক্ষা করে ডাকসুর ভিপি (ভাইস-প্রেসিডেন্ট) নুরুল হক নুরের ওপর হামলা সঙ্গে জড়িতদের সনাক্ত করা হবে।
তিনি আজ রাজধানীর শের-ই-বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দানের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
কামাল বলেন, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ডাকসু ভিপি’র ওপর হামলার সঙ্গে জড়িত সন্দেভাজনদের চিহ্নিত করা হবে।
তিনি বলেন, হামলাকারীরা পালাতে পারবে না, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
শিক্ষার্থীদের সকল ধরনের অসামাজিক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে কামাল বলেন, মাদক থেকে যুব সমাজকে রক্ষায় সকল ধরনের ব্যবস্থা নেয়া হবে। আমাদের সন্তানদের এবং তাদের নিরাপত্তা সম্পর্কে আরো সচেতন হতে হবে।
সরকারের অভাবনীয় উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের অগ্রগতি অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য সাদেক খান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।