দুর্ভাগ্যজনকভাবে কোয়ার্টারে ফ্রান্সের মোকাবেলায় থাকছেন না কাভানি

289

নিজনি নোভগোর (রাশিয়া), ৫ জুলাই (বাসস/এএফপি) : বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হয়তো অংশ নিতে পারছেন না উরুগুয়ের স্ট্রাইকার এডিনসন কাভানি। পর্তুগালের বিপক্ষে শেষ ষোলর লড়াইয়ে কাফ-ইনজুরির কবলে পড়েছেন এই পিএসজি তারকা। যে কারণে আগামীকাল ফ্রান্সের বিপক্ষে সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে অংশগ্রহণ থেকে বঞ্চিত হতে পারেন এই গোল মেশিন।
উরুগুয়ের ফুটবল এসোসিয়েশন (ইউএফএ) বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় অনুশীলনের একটি ছবি পোস্ট করেছে, যেখানে অনুপস্থিতিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কাভানি।
সোমবার পরীক্ষা করানোর পর চিকিৎসকরা নিশ্চিত হয়েছেন যে, কাভানি কাফ ইনজুরিতে পড়েছেন। যদিও তার একটি পেশীও ছিড়েনি। আসন্ন ম্যাচে ৩১ বছর বয়সি কাভানিকে যদি সাইডলাইনে বসিয়ে রাখতে হয় তাহলে তার পরিবর্তিত হিসেবে দুইবারের চ্যাম্পিয়ন দলের আক্রমণ ভাগে ক্রিস্টিয়ান স্টুয়ানিকে মাঠে নামাতে পারেন কোচ অসকার তাবারেজ। জিরোনার এই স্ট্রাইকার সঙ্গ দিবেন বার্সেলোনা তারকা লুইস সুয়ারেজকে।
পর্তুগালের বিপক্ষে ২-১ গোলে জয় পাওয়া ম্যাচে দুটি গোলই করেছেন কাভানি।