ক্রিসমাসের এ সময়ে টানা তৃতীয় দিনের মতো হংকংয়ে বিক্ষোভ, সংঘর্ষ

192

হংকং, ২৬ ডিসেম্বর, ২০১৯ (বাসস ডেস্ক) : হংকংয়ে ক্রিসমাসের এ সময়ে বৃহস্পতিবার টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ চলছে। বিক্ষোভকালে শপিংমলে পুলিশ ও গণতন্ত্রপন্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
বিক্ষোভকারীরা একাধিক শপিং মলে মিছিল নিয়ে যায়। তারা সরকার বিরোধী ও পুলিশ বিরোধী শ্লোগান দিতে থাকে। এ সময়ে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। পুলিশ বেশ কিছু বিক্ষোভকারীকে গ্রেফতার করে।
অপরাধী প্রত্যর্পণ বিলকে কেন্দ্র করে হংকংয়ে গত ছয় মাস ধরে বিক্ষোভ চলছে। বিক্ষোভের কারণে বাণিজ্যিক নগরী হিসেবে খ্যাত হংকংয়ের অর্থনীতি ভেঙে পড়েছে।
এছাড়া ক্রিসমাসের এ সময়ে বিক্ষোভের কারণে সাধারণ জনগণ উৎসব আনন্দ থেকেও বঞ্চিত হচ্ছে।
বুধবার হংকংয়ের বেইজিংপন্থী নেতা ক্যারি ল্যাম বলেছেন, সহিংস বিক্ষোভ ক্রিসমাসের আনন্দকে ধ্বংস করে দিয়েছে।
বিক্ষোভকারীরা উল্টো বলেছে, রাস্তায় ফেরা ছাড়া তাদের আর কোন উপায় নেই। কারণ, বেইজিং ও ল্যাম তাদের গর্ত খোঁড়া অব্যাহত রেখেছে।