জয়পুরহাটে বিভিন্ন সংগঠনের শীতবস্ত্র বিতরণ

268

জয়পুরহাট, ২৬ ডিসেম্বর, ২০১৯, (বাসস) : জেলা প্রশাসন, পুলিশসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে অসহায় দরিদ্র লোকজনের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন বাসস’কে জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র হিসেবে ইতোমধ্যে ৩০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তত্বাবধানে এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল থাকা অসহায় দরিদ্রদের মাঝে ওই কম্বল বিতরণ করা হয়। আরও ৩০ হাজার কম্বল চাওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে বৃহষ্পতিবার সকাল ১০টায় আয়োজিত শীতবস্ত্র বিতরণঅনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির পিপিএম। পুলিশ সুপারের স্ত্রী নাভানা খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ ছাড়াও স্থানীয় শহীদ ডা: আবুল কাশেম ময়দানে লাল সবুজ প্রতিবন্ধী কল্যাণ সংস্থা প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কম্বল বিতরণ করে। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জয়পুরহাট জেলা শাখা জামালগঞ্জ চারমাথা এলাকায় এবং জাকস ফাউন্ডেশন প্রত্যন্ত অঞ্চলের ধলাহার ও আয়মারসুলপুর ইউনিয়ন এলাকায় পৃথক ভাবে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে বলে জানান জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো: নুরুল আমিন। সূর্যের মুখ দেখা গেলেও উত্তরের হিমেল হাওয়ায় যবুথবু হয়ে পড়েছে জেলার ছিন্নমূল মানুষেরা।