করতোয়া ও পাথরাজ নদীর ৪১ কিলোমিটার খনন কাজের উদ্বোধন করলেন রেলমন্ত্রী

315

পঞ্চগড়, ২৫ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : পানি উন্নয়ন বোর্ডের পঞ্চগড় কার্যালয় ৪৭ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে করতোয়া ও পাথরাজ নদীর ৪১ কিলোমিটার খনন কাজ শুরু করেছে।
রেলপথ মন্ত্রী মোঃ নুরল ইসলাম সুজন মঙ্গলবার দেবীগঞ্জে করতোয়া ও পাথরাজ নদীর ৪১ কিলোমিটার খনন কাজের উদ্বোধন করেন।
এছাড়াও তিনি মঙ্গলবার সন্ধ্যায় দেবীগঞ্জের ধুলাঝাড়ী মাঠে আয়োজিত এক জনসভায় বক্তৃতা করেন।
রেলপথ মন্ত্রী এ জনসভায় বলেন, বর্তমান সরকার জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলাসহ,পরিবেশ রক্ষায় সরকার নানামূখী পদক্ষেপ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে সারাদেশে নদী খননের কাজ শুরু করা হয়েছে।
তিনি বলেন,এর ফলে নদীর নাব্যতা যেমন বৃদ্ধি পাবে,তেমনি নদীর স্বাভাবিক জলপ্রবাহে নদী-পাড়ের জমিতে সেচ সুবিধা প্রদানের মাধ্যমে কৃষি কাজ সহজলভ্য হবে,মৎস উৎপাদন বাড়বে এবং জীব বৈচিত্র্য সংরক্ষণ সহজতর হবে।
নুরুল ইসলাম সুজন কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিয়ে বলেন,শিক্ষার্থীদের নতুনত্ব নিয়ে ভাবতে হবে। এরমধ্য দিয়ে তারা তাদের আয়ের পথকে সুগম করতে পারবে।
তিনি দেশের চলমান উন্নয়নকে বেগমান করতে অতীতের ন্যয় ভবিষ্যতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় দেবীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দীন চৌধূরী, সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধূরী জর্জ প্রমুখ বক্তৃতা করেন।