বাসস ক্রীড়া-৮ : সেঞ্চুরি করেও হতাশ মালান

219

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-বঙ্গবন্ধু বিপিএল
সেঞ্চুরি করেও হতাশ মালান
চট্টগ্রাম, ২৫ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে রাজশাহী রয়্যালসের বিপক্ষে সেঞ্চুরি করেন কুমিল্লা ওয়ারিয়র্সের ইংল্যান্ডের খেলোয়াড় ডেভিড মালান। তবে ৫৪ বলে ১০০ রান করেও দলকে জেতাতে পারলেন না তিনি। রাজশাহীর আফিফ হোসেনের ৫৩ বলে ৭৬ রান কল্যানে গতরাতে চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে মালানের কুমিল্লাকে ৭ উইকেটে হারায় রাজশাহী। সেঞ্চুরি করেও দলকে জেতাতে না পারায় হতাশ মালান।
চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মালান বলেন, ‘সেঞ্চুরি করলে ভালো সবারই লাগে। কিন্তু সেঞ্চুরিতে দল ম্যাচ না জিততে পারলে হতাশ হতে হয়। আমরা যদি আর ১৫টি রান বেশি করতে পারতাম তবে ফলাফল ভিন্ন হতে পারতো।’
ওপেনার হিসেবে নেমে ৫৩ বলে ৭৬ রান করেন আফিফ। আগের দিন আফিফের ব্যাপারে রাজশাহীর কোচ ইংল্যান্ডের ওয়াইজ শাহ বলেছিলেন, ‘আফিফ একজন তরুণ মেধাবী খেলোয়াড়। সে বল-ব্যাট করতে পারে, ফিল্ডিংও ভালো পারে। তাকে ধারাবাহিকতা ধরে রাখতে হবে। আরও ভালো পারফরমেন্স করতে হবে তাকে। তার কাছ থেকে বড় রান চাই। ব্যাট হাতে বড় রানও করতে হবে আফিফকে।’
আফিফের কাছ থেকে বড় ইনিংস আশা করেছিলেন শাহ। পরের দিনই বড় ইনিংস খেলে রাজশাহীকে দুর্দান্ত একটি জয়ের স্বাদ নেন আফিফ। আফিফের ব্যাপারে মালান বলেন, ‘তাদের বাঁ-হাতি ব্যাটসম্যানকে সময়মতো ফেরাতে পেরেছিলাম। সে খুবই ভালো খেলেছে। সে থাকলে পুরো ম্যাচই শেষ করতো।’
বাসস/এএসজি/এএমটি/১৭৫০/স্বব