রান বন্যায় শেষ হলো ‘বঙ্গবন্ধু’ বিপিএলের চট্টগ্রাম পর্ব

314

চট্টগ্রাম, ২৫ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : রান বন্যায় শেষ হলো বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটের চট্টগ্রাম পর্ব। ঢাকার প্রথম পর্বে ৮ ম্যাচে হয়েছিলো মোট ২ হাজার ৩শ সাত রান । চট্টগ্রাম পর্বে আট দিনে ১২ ম্যাচে ৪হাজার ১শ ৮৩ রান হয়। পাঁচটি ইনিংসে দু’শতাধিক রান করেছে চারটি – চট্টগ্রাম চ্যালেঞ্জার্স (দু’বার), ঢাকা প্লাটুন, কুমিল্লা ওয়ারিয়র্স ও সিলেট থান্ডার। ঢাকা পর্বে সর্বোচ্চ দলীয় রান ছিলো ৪ উইকেটে ১৮২।
চট্টগ্রাম পর্বে দু’ব্যাটসম্যান সেঞ্চুরিও করেন। দু’জনই বিদেশী। সিলেট থান্ডারের ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার ও কুমিল্লা ওয়ারিয়র্সের ইংল্যান্ডের ডেভিড মালান। সবগুলো ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে হয়েছে।
চট্টগ্রাম পর্ব শেষে আবারো ঢাকা ফিরছে ‘বঙ্গবন্ধু’ বিপিএলের তৃতীয় পর্ব। এর আগে ১১-১৪ ডিসেম্বর ঢাকায় হয়েছিলো প্রথম পর্ব।
ঢাকার দ্বিতীয় পর্ব শুরু হবে ২৭ ডিসেম্বর। এ দিন দু’টি ম্যাচে মাঠে নামকে চারটি দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-ঢাকা প্লাটুন। আর সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে খুলনা টাইগার্স-রংপুর রেঞ্জার্স।
ঢাকা দ্বিতীয় পর্ব চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ঢাকার দ্বিতীয় পর্ব শেষে ২ জানুয়ারি থেকে শুরু হবে সিলেট পর্ব। সেখানে ৪ জানুয়ারি পর্যন্ত লড়বে লড়াই। এরপর আবারো ঢাকা পর্ব শুরু হবে ৭ জানুয়ারি। ১৭ জানুয়ারি ফাইনাল দিয়ে শেষ হবে ‘বঙ্গবন্ধু’ বিপিএল।
‘বঙ্গবন্ধু’ বিপিএলের বর্তমান পয়েন্ট টেবিল :
দল ম্যাচ জয় হার পয়েন্ট
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৭ ৫ ২ ১০
রাজশাহী রয়্যালস ৫ ৪ ১ ৮
ঢাকা প্লাটুন ৬ ৪ ২ ৮
খুলনা টাইগার্স ৫ ৩ ২ ৬
কুমিল্লা ওয়ারিয়র্স ৬ ২ ৪ ৪
সিলেট থান্ডার ৬ ১ ৫ ২
রংপুর রেঞ্জার্স ৫ ১ ৪ ২