বাজিস-২ : গোপালগঞ্জের মুকসুদপুরে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ অবহিতকরণ কর্মশালা

118

বাজিস-২
গোপালগঞ্জ-কর্মশালা
গোপালগঞ্জের মুকসুদপুরে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ অবহিতকরণ কর্মশালা
গোপালগঞ্জ, ২৪ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : জেলার মুকসুদপুর উপজেলায় আজ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ-সার্ভিসেস ইউনিট আয়োজিত সার্বক্ষনিক স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরণ বিষয়ক এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে মুকসুদপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ফারুক খান মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মাজহারুল হক চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগের পরিবার পরিকল্পনা পরিচালক (যুগ্ম-সচিব) আব্দুল্লাহ সাজ্জাদ।
বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ-সার্ভিসেস-এর উপপরিচালক ডা. তৃপ্তি বালা ও জেলায় ইউনিটের সহকারী পরিচালক ডা. বিএম মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্লা ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসি বিশ্বাস।অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহিদুল ইসলাম।
কর্মশালায় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যান ও ইউপি মহিলা সদস্য প্রমুখ অংশ নেন।
বাসস/সংবাদদাতা/১৯০৫/এমকে