বাসস দেশ-২৭ : বজ্রপাতের প্রভাব হ্রাসে ৩৮ লাখ তালগাছের চারা রোপণ করা হয়েছে : ত্রাণ প্রতিমন্ত্রী

126

বাসস দেশ-২৭
ত্রাণ প্রতিমন্ত্রী- বজ্রপাত
বজ্রপাতের প্রভাব হ্রাসে ৩৮ লাখ তালগাছের চারা রোপণ করা হয়েছে : ত্রাণ প্রতিমন্ত্রী
ঢাকা, ২৪ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, বজ্রপাতের প্রভাব হ্রাসে দেশব্যাপী তালগাছের চারা রোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং এ পর্যন্ত প্রায় ৩৮ লাখ তালগাছের চারা রোপন করা হয়েছে।
এ কর্মসূচি অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুর্যোগ-বিষয়ক স্থায়ী আদেশাবলিতেও (এসওডি) বজ্রপাতকে গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আজ ঢাকায় স্পেকট্রা কনভেনশন সেন্টারে ব্র্যাক আয়োজিত “বাংলাদেশে বজ্রপাতের ঝুঁকি ও করণীয়” শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃায় এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. মহসীন, বুয়েটের ইনস্টিটিউট অব ওয়াটার এন্ড ফ্লাড মডেলিং এর অধ্যাপক ড. এ কে এম সাইফুল ইসলাম এবং আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. আব্দুল মান্নান ।
তিনি বলেন, ২০১৬ সালে বাংলাদেশে মাত্র ৪ দিনে বজ্রপাতে ৮১ জন মানুষের প্রাণহানি ঘটে। বজ্রপাতে বিভিন্ন সময়ে মানুষের প্রাণহানি ঘটলেও অল্প সময়ে এত বেশি লোক কখনো মারা যায়নি।
২০১৮ সালে নিহত হয় ৩৫৯ জন মানুষ । সরকার ২০১৫ সালে বজ্রপাতকে দুর্যোগ হিসেবে চিহ্নিত করেছে।
বাসম/সবি/কেসি/১৮৫০/এএএ