দায়িত্ববোধ থেকে মুক্তিযোদ্ধাদের কল্যাণে সিটি কর্পোরেশন কাজ করছে : মেয়র নাছির

288

চট্টগ্রাম, ২৪ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : মহান স্বাধীনতা সংগ্রামে অনন্য বীরত্বকে সম্মান জানাতে দায়িত্ববোধ থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করছে। আজ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)-এর উদ্যোগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মেয়র বলেন, শুধু আনুষ্ঠানিক সম্মাননা দিয়েই দায়িত্ব শেষ মনে করি না, মুক্তিযোদ্ধাদের জীবন-জীবিকার জন্য অপরিহার্য কিছু কাজ করারও চেষ্টা করছি।
এবার ১৭৫ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে চসিকের উদ্যোগে নির্মিত ঘরের চাবি তুলে দেয়া হয় মুক্তিযোদ্ধা আবদুস সালামের হাতে।
মেয়র বলেন, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধ্ াও তাদের পরিবারকে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত। ইতোমধ্যে সংবর্ধনার পরিধি অনেক বিস্তৃত হয়েছে। মেয়াদের প্রথম দুই বছরে দেড়শ’ জন করে, এর পরের দুই বছর ১৭০ জন করে এবং এবার ১৭৫ জনকে সংবর্ধনা দেয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, ভারতের সহকারী হাই কমিশনার (ভারপ্রাপ্ত) শুভাশীষ সিনহা ও রাশিয়ার অনারারি কনসাল স্থপতি আশিক ইমরান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাফ্ফর আহমদ, চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল আলম, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়–য়া প্রমুখ। চসিকের কাউন্সিলর ও ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নগরীর গণ্যমান্য ব্যক্তিরা এতে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক আট মিনিটের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।