বাসস ক্রীড়া-৪ : বর্ণবাদী আচরণের কারণে বাহরাইনের খেলোয়াড়কে ১০ ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা

117

বাসস ক্রীড়া-৪
ফুটবল-নিষিদ্ধ
বর্ণবাদী আচরণের কারণে বাহরাইনের খেলোয়াড়কে ১০ ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা
লসানে, ২৪ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : বিশ্বকাপ বাছাইপর্বে বর্ণবাদী আচরণের কারণে এক বাহরাইনি খেলোয়াড়কে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা।
গত ১৪ নভেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচে বাহরাইনি ডিফেন্ডার সাইদ বাকের সমর্থকদের দিকে তাকিয়ে চোখ দিয়ে অশোভন ভঙ্গি করেন যা বর্ণবাদের সামিল। ঐ ঘটনাটি ক্যামেরায় ধারণ করে পরবর্তীতে তার ফুটেজ টুইটারে পোস্ট করা হয়।
নিষেধাজ্ঞার পাশাপাশি বাকেরকে ৩০ হাজার সুইস ফ্র্যাংক জরিমানাও করা হয়েছে।
গত জুলাইয়ে ফিফা ঘোষণা দিয়েছিল এ ব্যপারে তারা বিন্দুমাত্র ছাড় দিবেনা। সামান্যতম বর্ণবাদীর নমুনা কোথাও পেলে অন্তত ১০ ম্যাচ নিষেধাজ্ঞায় পড়তে পারে খেলোয়াড়রা। সে কারণেই বাকেরকে এই শাস্তি দেয়া হয়েছে।
২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে এশিয়া জোনের আরেকটি ঘটনায় সমর্থকদের মালয়েশিয়ার বিপক্ষে অশোভন আচরণের কারনে পরবর্তী ম্যাচটি দর্শকশুন্য স্টেডিয়ামে ইন্দোনেশিয়াকে খেলার নির্দেশ দিয়েছে ফিফা। একইসাথে ইন্দোনেশিয়ান ফুটবল ফেডারেশনকে দুই লক্ষ সুইস ফ্র্যাংক জরিমানা করা হয়েছে। ম্যাচে তাদের প্রতিপক্ষ মালয়েশিয়াকেও ৫০ হাজার সুইস ফ্র্যাংক জরিমানা করা হয়েছে।
বাসস/নীহা/১৬৪৫/স্বব