বাসস দেশ-১১ : ত্রিশালে মুক্তিযোদ্ধা আবদুল মতিন হত্যাকান্ডের ঘটনায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর শোক

170

বাসস দেশ-১১
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী- শোক
ত্রিশালে মুক্তিযোদ্ধা আবদুল মতিন হত্যাকান্ডের ঘটনায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর শোক
ঢাকা, ৫ জুলাই, ২০১৮ (বাসস) : জেলার ত্রিশাল উপজেলায় মুক্তিযোদ্ধা আবদুল মতিন (৬৫) হত্যাকান্ডের ঘটনায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় মন্ত্রী বলেন, যাদের বীরত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেসব বীর মুক্তিযোদ্ধাকে হত্যা করা কোনোভাবেই সহ্য করা হবে না।
তিনি আজ ময়মনসিংহ জেলা পুলিশ সুুপার সৈয়দ নুরুল ইসলামের সঙ্গে এ বিষয়ে টেলিফোনে কথা বলেন এবং হত্যাকান্ডের দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেন।
মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা মুক্তিযোদ্ধা আবদুল মতিনকে (৬৫) ত্রিশালে হত্যা করে।
বাসস/সবি/এমএমবি/১৭১০/এসই