কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স কার্যালয়ের সাংস্কৃতিক সন্ধ্যা

356

ঢাকা, ২৪ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : ঢাকার মিরপুরে বাংলাদেশ নৌবাহিনীর শহীদ মোয়াজ্জম হলে সোমবার সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স কার্যালয় এই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল) মোহাম্মদ মুসলিম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয় বাংলাদেশের মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয় মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদ ও সেইসব মা-বোনকে, যাদের অসামান্য আত্মত্যাগ ও সম্ভ্রমের মূল্যে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ, লাল-সবুজের পতাকা।
সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন সিজিডিএফ কমান্ডে কর্মরত কর্মকর্তা, কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স মোহাম্মদ ইকবাল হোসেন কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের দাপ্তরিক দায়িত্বের পাশাপাশি মেধা ও মননের বিকাশে সৃষ্টিশীল কর্মকান্ডের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
মোহাম্মদ মুসলিম চৌধুরী সিজিডিএফ এ কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের একনিষ্ঠতা ও সততার সাথে দায়িত্ব পালন করার নিদের্শ দেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) মনোয়ারা হাবীব।
বাংলাদেশের প্রাক্তন কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেলগণ এবং সরকারের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করেন ও সকলকে উৎসাহ প্রদান করেন।