গত অর্থবছরে বৃহৎ শিল্প খাতে ১৮.৩১ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে : শিল্পমন্ত্রী

287

সংসদ ভবন, ৫ জুলাই, ২০১৮ (বাসস) : গত অর্থবছরে বৃহৎ শিল্প খাতে ১৮ দশমিক ৩১ শতাংশ এবং ক্ষুদ্র শিল্প খাতে ১৪ দশমিক ৮৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
আজ সংসদে সরকারি দলের সদস্য মো. মামুনুর রশীদ কিরনের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ তথ্য জানান।
তিনি জানান, চলতি অর্থবছরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) মাধ্যমে ৪২টি নতুন শিল্প প্রতিষ্ঠান চালু করা সম্ভব হয়েছে এবং বাংলাদেশ ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) কয়েকটি শিল্প প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সংস্কার ও কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে পুনরায় চালুর উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স (সিসিসি) লিঃ, ছাতক সিমেন্ট কোম্পানী লিঃ (সিসিসিএল), কর্ণফুলী পেপার মিল লিঃ (কেপিএম), নর্থ-বেঙ্গল পেপার মিল লিঃ (এনবিপিএম), খুলনা নিউজপ্রিন্ট মিলস লিঃ (কেএনএম) ও উজালা ম্যাচ ফ্যাক্টরী লিঃ।