বাসস ক্রীড়া-১৭ : জয় দিয়ে চট্টগ্রাম পর্ব শেষ করতে চাইবে কুমিল্লা-রাজশাহী

231

বাসস ক্রীড়া-১৭
ক্রিকেট-বঙ্গবন্ধু বিপিএল
জয় দিয়ে চট্টগ্রাম পর্ব শেষ করতে চাইবে কুমিল্লা-রাজশাহী
চট্টগ্রাম, ২৩ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চট্টগ্রাম পর্বে আগামীকাল শেষ ম্যাচ খেলতে নামবে কুমিল্লা ওয়ারিয়র্স। টুর্নামেন্টের ২০তম ম্যাচে কুমিল্লার প্রতিপক্ষ রাজশাহী রয়্যালস। যারা এখন খুলনা টাইগার্সের বিপক্ষে খেলছে। তাই আগামীকাল চট্টগ্রাম পর্বে শেষ ম্যাচ কুমিল্লা ও রাজশাহীর। তাই জয় দিয়ে চট্টগ্রাম পর্ব শেষ করতে চাইবে কুমিল্লা-রাজশাহী। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগামীকাল সন্ধ্যা ৬টায় ৩০ মিনিটে লড়বে এই দু’দল।
এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে ২টি জয় ও ৩টি হারে ৪ পয়েন্ট রয়েছে কুমিল্লার। জয় দিয়ে বিপিএল শুরু করেছিলো সৌম্য-সাব্বিররা। পরের ম্যাচে ঢাকা প্লাটুনের কাছে ২০ রানে হারে কুমিল্লা। তাই ঢাকা পর্বে ১টি করে ম্যাচ জিতে কুমিল্লা। হার নিয়ে চট্টগ্রামে আসলেও, জয় পেতে সময় লাগেনি কুমিল্লার। রংপুর রেঞ্জার্সকে ৬ উইকেটে হারায় তারা। কিন্তু পরের ম্যাচে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে হারে কুমিল্লা। ১৬ রানে ছিলো ঐ হার। কিন্তু চট্টগ্রামের ২৩৯ রানের টার্গেটে দুর্দান্ত ক্রিকেট খেলে কুমিল্লা। ৭ উইকেটে ২২২ রান করে তারা।
চট্টগ্রামের কাছে হারের পর আজ দিনের প্রথম ম্যাচে ঢাকা প্লাটুনের কাছে ৫ উইকেটে হারে কুমিল্লা। ঢাকা স্পিনার মেহেদি হাসানের ব্যাটিং-বোলিং-এর সামনে হার মানে কুমিল্লা। বল হাতে ২ উইকেট নেয়ার পর ব্যাট হাতে ২৯ বলে ৫৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন মেহেদি। ঢাকার কাছে হারলেও, আগামীকাল রাজশাহীর বিপক্ষে জয় তুলে নিয়ে চট্টগ্রাম পর্ব শেষ করতে চায় কুমিল্লা। রাজশাহীরও লক্ষ্য থাকবে জয় দিয়ে চট্টগ্রাম পর্ব শেষ করা। তার আগে আজ খুলনা টাইগার্সের বাঁঁধা পেরোতে হবে রাজশাহীকে।
বাসস/এএসজি/এএমটি/২০২০/-স্বব