বাসস ক্রীড়া-১৪ : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন ফিলান্ডার

125

বাসস ক্রীড়া-১৪
ফিলান্ডার-অবসর
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন ফিলান্ডার
জোহানেসবার্গ, ২৩ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষনা দিয়েছেন দক্ষিণ আফ্রিকান পেসার ভারনন ফিলান্ডার। নিজ মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ শেষে ফিলান্ডার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন বলে আজ দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের পক্ষ থেকে জানানো হয়েছে।
ডেল স্টেইন ও মরনে মরকেলের সমন্বয়ে গড়া প্রোটিয়া পেস আক্রমন বিভাগের গুরুত্বপুর্ন সদস্য ছিলেন ফিলান্ডার। অবশ্য ইতোমধ্যেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন স্টেইন ও মরকেল।
মূলত লংগার ভার্সনে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করা ৩৪ বছর বয়সী ফিলান্ডার এ পর্যন্ত দেশের হয়ে ৬০ টেস্ট, ৩০ ওয়ানডে এবং ৭টি টি-২০ খেলেছেন। ২২.১৬ গড়ে ১৩বার ৫ উইকেটসহ আন্তর্জাতিক অঙ্গনে ২৬১ শিকার রয়েছে ফিলান্ডারের।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘২০২০ সালে ইংল্যান্ডের বিপক্ষে শেষ হওয়া টেস্ট সিরিজ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার ঘোষনা দিয়েছেন প্রোটিয়া অলরাউন্ডার ভারনন ফিলান্ডার।’
ফিলান্ডার বলেন, ‘গত ১২ বছর দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেতে আশীর্বাদ করার জন্য আমি আমার স্বর্গীয় পিতাকে ধন্যবাদ জানাতে চাই। ক্রীড়াঙ্গনের সেরা কিছু খেলোয়াড়দের সঙ্গে একই দলে খেলতে পারাটা অনেক সম্মান ও গৌরবের।’
তিনি আরো বলেন, ‘ক্যারিয়ারে উত্থান-পতনের মাঝেও সমর্থন জানানোর জন্য আমি বিশেষভাবে স্ত্রী ও বন্ধুবান্ধবদের ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই প্রথম দিন থেকেই শীর্ষ সমর্থক আমার মাকে, তোমাকে অনেক ধন্যবাদ মা।’
বাসস/স্বব/১৯০০/নীহা/