বাজিস-২ : নীলফামারীতে গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের অবহিতকরণ সভা

104

বাজিস-২
নীলফামারী-অবহিতকরণ সভা
নীলফামারীতে গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের অবহিতকরণ সভা
নীলফামারী, ২৩ ডিসেম্বর, ২০১৯ (বাসস): জেলায় আজ ‘গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন’ প্রকল্পের অবহিতকরণসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে জেলা শহরের ডায়াবেটিক হাসপাতালের সম্মেলণকক্ষে এই সভার আয়োজন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিট।
বাংলাদেশ রড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, সংগঠনের জেলা ইউনিটের সাধারণ সম্পাদক হাসিনা আহমেদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সদর দপ্তরের সহকারী কর্মসূচি ব্যবস্থাপক আকবর আলী, সদর উপজেলার কচুকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল রউফ প্রমুখ।
সভায় সরকারি, বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য এবং যুব সদস্যরা অংশ গ্রহণ করেন।
রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট লেভেল কর্মকর্তা (ইউএলও) ফজলুল করিম জানান, কুয়েত রেড ক্রিসেন্ট সোসাইটির অর্থায়নে ও আইএফআরসির কারগরি সহযোগিতায় গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্প বাস্তায়িত হচ্ছে।
তিনি জানান, প্রায় দুইকোটি টাকা ব্যয়ে ১৮ মাসে এই প্রকল্পটি সদর উপজেলার কচুকাটা ইউনিয়নে বাস্তবায়িত হবে।
বাসস/সংবাদদাতা/১৮৩৭/এমকে