ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনাকাঙ্খিত ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠিত

264

ঢাকা,২৩ ডিসেম্বর,২০১৯ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু ভবন ও মধুর ক্যান্টিন এলাকায় রোববারের অনাকাঙ্খিত ও দুঃখজনক ঘটনা তদন্তে ৬-সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেনকে আহ্বায়ক করে গঠিত এ তদন্ত কমিটির সদস্যরা হলেন, শামসুন নাহার হলের প্রভোস্ট অধ্যাপক ড. সুপ্রিয়া সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য অধ্যাপক ড. অসীম সরকার, স্যার পি জে হার্টস ইন্টারন্যাশনাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ড. মো. মিজানুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মাঈনুল করিম।
আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, গতকার রোববার আনুমানিক বেলা সাড়ে ১২ টার সময় ডাকসু ভবন ও মধুর ক্যান্টিন এলাকায় এক অনাকাঙ্খিত ও দুঃখজনক ঘটনা ঘটে। এই ঘটনাটি কেন ও কীভাবে সংঘটিত হল এবং এর সাথে কারা জড়িত,তা সুষ্ঠুভাবে তদন্ত করার জন্যই এ তদন্ত কমিটি করা হয়েছে।
ঘটনাটি তদন্ত করে ৬ (ছয়) কার্যদিবসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট সুপারিশসহ প্রতিবেদন প্রদানের জন্য কমিটিকে অনুরোধ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।