‘নো’ বলের সহায়তায় প্যাভিলিয়ন থেকে ফিরলেন রাজাপাকসে

173

চট্টগ্রাম, ২৩ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ১৭তম ম্যাচে ঢাকা প্লাটুনের বিপক্ষে খেলছে কুমিল্লা ওয়ারিয়র্স। কুমিল্লা ব্যাটিং ইনিংসে পঞ্চম ওভারে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান কুমিল্লার শ্রীলংকার ওপেনার ভানুকা রাজাপাকসে। কিন্তু থার্ড আম্পায়ারের সহায়তায় ‘নো’ বল ডেকে প্যাভিলিয়ন থেকে রাজাপাকসেকে ক্রিজে ফিরিয়ে আনেন অন-ফিল্ডের নন-স্ট্রাইকের আম্পায়ার প্রগিথ রামবুকেলার। ফলে ২১ রানে জীবন পেয়ে ৬৫ বলে অপরাজিত ৯৬ রানের ইনিংস খেলেন রাজাপাকসে।
পঞ্চম ওভারে পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজের লেগ স্টাম্পের বল আকাশে ভাসিয়ে ডিপ স্কয়ার লেগে মেরেছিলেন রাজাপাকসে। সেখানে ফিল্ডার ছিলেন মেহেদি হাসান। ক্যাচও ধরেন তিনি। পরে টিভি রিপ্লেতে দেখা যায়, রিয়াজের ডেলিভারিট ‘নো’ ছিলো। তাই রাজাপাকসেকে প্যাভিলিয়ন থেকে ফিরিয়ে আনেন ঐ আম্পায়ার।
এতে রামবুকেলার সাথে বাক-বিতন্ডা হয় ঢাকার খেলোয়াড়দের। কিন্তু আইসিসির নতুন নিয়মে নন-স্ট্রাইকের আম্পায়ারের কোন আউট নিয়ে সন্দেহ থাকলে, থার্ড আম্পায়ারের সহায়তা নিতে পারেন। তাই নতুন নিয়ম অনুযায়ী রাজাপাকসেকে ফিরিয়ে আনা হয় ক্রিজে।
তবে আসল সমস্যাটা তৈরি হয়, আউটের পর প্যাভিলিয়নে চলে যান রাজাপাকসে। আম্পায়ার তাকে থামতে বললেও, তা শুনেননি তিনি। ততক্ষণে ক্রিজে চলে আসেন নতুন ব্যাটসম্যান ইয়াসির আলি। নতুন ব্যাটসম্যান ক্রিজে চলে আসায়, আম্পায়ারের সাথে তর্কে জড়ান ঢাকার খেলোয়াড়রা।