বাসস ক্রীড়া-৯ : সমর্থকদের কারণে তুরস্ককে জরিমানা, খেলোয়াড়দেরও সতর্ক করা হয়েছে

127

বাসস ক্রীড়া-৯
ফুটবল-জরিমানা
সমর্থকদের কারণে তুরস্ককে জরিমানা, খেলোয়াড়দেরও সতর্ক করা হয়েছে
প্যারিস, ২৩ ডিসেম্বর ২০১৯ (বাসস) : গত ১৪ অক্টোবর ফ্রান্সের বিপক্ষে ইউরো ২০২০ বাছাইপর্বে ১-১ গোলের ড্রয়ের ম্যাচটিতে সমর্থকদের অশোভন আচরণের কারনে তুরস্ক ফুটবল ফেডারেশনকে ৫০ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফা। এছাড়া সামরিক স্যালুটের কারনে কিছু খেলোয়াড়কে সতর্ক করে দেয়া হয়েছে।
পুরো ম্যাচটিতেই সমর্থকদের আচরণ কোনভাবেই মেনে নেয়ার মত ছিল না। আলবেনিয়া ও ফ্রান্সের বিপক্ষে অক্টোবরে বাছাইপর্বের দুটি ম্যাচেই তুরস্কের খেলোয়াড়রা গোল করার পর সামরিক স্যালুটের মাধ্যমে তা উদযাপন করেছে।
বাছাইপর্বে বিশ্বকাপ জয়ী ফ্রান্সের থেকে দুই পয়েন্ট পিছিয়ে গ্রুপের দ্বিতীয় স্থান নিয়ে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে তুরষ্ক। আগামী বছর মূল পর্বে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, ওয়েলস ও ইতালি।
বাসস/নীহা/১৬২৫/স্বব