বাসস ক্রীড়া-৮ : আফ্রিকান বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় এগিয়ে সালাহ, মানে, মাহরেজ

123

বাসস ক্রীড়া-৮
ফুটবল-আফ্রিকা
আফ্রিকান বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় এগিয়ে সালাহ, মানে, মাহরেজ
প্যারিস, ২৩ ডিসেম্বর ২০১৯ (বাসস) : টানা তৃতীয়বারের মত আফ্রিকান বর্ষসেরা ফুটবলের পুরস্কার জয় করতে হলে মোহাম্মদ সালাহকে দুর্দান্ত ফর্মে থাকা তার লিভারপুল সতীর্থ সাদিও মানের কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে।
আফ্রিকান ফুটবল কনফেডারেশন এক টুইটারে জানিয়েছে মিশরীয় তারকা সালাহ, সেনেগালের মানে ও ম্যানচেস্টার সিটির আলজেরিয়ান ফরোয়ার্ড রিয়াদ মাহরেজ এই পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছে।
২০১৭ ও ২০১৮ সালে এই পুরস্কার জয় করেছিলেন সালাহ। অন্যদিকে ২০১৬ সালে এটি ছিল মাহরেজের দখলে। লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপীয়ান সুপার কাপ ও প্রথমবারের মত ক্লাব বিশ্বকাপের শিরোপা জয়ে সালাহ ও মানে সহযোগিতা করেছেন। অন্যদিকে টানা দুই বছর প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের সফলতায় সিটির অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন মাহরেজ। আফ্রিকান নেশন্স কাপের শিরোপা জয়ী আলজেরিয়ার দলেরও গর্বিত সদস্য ছিলেন তিনি।
আগামী ৭ জানুয়ারি মিশরে এবারের আফ্রিকান বর্ষসেরা খেলোয়াড়ের নাম ঘোষনা করা হবে।
বাসস/নীহা/১৬২৫/স্বব