বাসস দেশ-৭ : সমাজে অনগ্রসরদের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে হবে : ডেপুটি স্পিকার

147

বাসস দেশ-৭
উদ্বোধন-ফজলে রাব্বি
সমাজে অনগ্রসরদের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে হবে : ডেপুটি স্পিকার
ঢাকা, ৫ জুলাই, ২০১৮ (বাসস) : ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, সমাজের অনগ্রসর মানুষগুলোকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে হবে।
তিনি আজ রাজধানীর পিকেএসএফ মিলনায়তনে কিউ কে আহমদ ফাউন্ডেশনের শুভ উদ্বোধন এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
অনুষ্ঠানে ডেপুটি স্পিকার সাধারণ মানুষের পারিপার্শ্বিক অবস্থা ও বাধাগুলোকে চিহ্নিত করে তাদের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।
তিনি কিউ কে আহমদ ফাউন্ডেশনকে প্রবীণদের নিয়ে নতুন নতুন প্রজেক্ট গ্রহণ এবং গণমানুষের কল্যাণে এ ফাউন্ডেশনকে কাজ করার পাশাপাশি মানুষের মানবিক মূল্যবোধের অবক্ষয় ও দেশকে রক্ষার জন্য ফাউন্ডেশনের কর্মীদের প্রতি এ আহ্বান জানান।
অনুষ্ঠানের একজন নারী ও একজন পুরুষ উদ্যাক্তাকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।
কিউ কে আহমদ ফাউন্ডেশন ও পিকেএসএফ’র চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক ড. গোলাম সামদানী ফকির, পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক আব্দুল করিম, ড. আহম্মেদ মোস্তাক রাজা চৌধুরী, মে. জে. (অব.) জীবন কানাই দাস এবং ড. কাজী রুশদী আহমদ বক্তৃতা করেন।
বাসস/সবি/জেডআরএম/১৬১৫/-এসই