বাসস বিদেশ-২ : দিল্লির কিরারি এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ৯

134

বাসস বিদেশ-২
দিল্লি-আগুন-মৃত্যু
দিল্লির কিরারি এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ৯
নয়া দিল্লি, ২৩ ডিসেম্বর, ২০১৯ (বাসস ডেস্ক) : দিল্লির শহরতলীর কেরারি এলাকায় একটি ৩ তলা আবাসিক কাম-বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকান্ডে তিন শিশুসহ মোট ৯ জন নিহত হয়েছে। দিল্লির দমকল বাহিনী এ কথা জানায়। খবর এএফপি’র।
গত ৮ ডিসেম্বর দিল্লির উত্তরাংশে আনাজ মান্দি এলাকায় একটি ৪ তলা বিশিষ্ট অবৈধ উৎপাদন ভবনে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৪৩ জনের প্রাণহানির পর এ ঘটনা ঘটলো।
দিল্লি দমকল বাহিনীর তথ্যানুসারে, রাত ১২টা ৩০ মিনিটে এক বাড়ি থেকে ফোন পাওয়ার পর ৮ টি দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে পৌঁছায়।
ভবনটির নিচের তলায় কাপড়ের গুদাম এবং উপরের তলাসমূহ আবাসিক।
দিল্লির একজন দমকল কর্মকর্তা বলেন, ভোর ৩টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরো বলেন, ৯ ব্যক্তি ঘটনায় নিহত হয়। তাদের পরিচয় পাওয়া গেছে।
নিহতরা হলেন, রামচন্দ্র ঝা (৬৫), সুদরিয়া দেবী (৫৮), সাঞ্জু ঝা (৩৬), উদয় চৌধুরি (৩৩) ও তার স্ত্রী মুসকান (২৬), তাদের তিন সন্তান অঞ্জলি (১০), আদর্শ (৭) ও তুলসী (৬ মাস)।
তিন ব্যক্তিকে উদ্ধারকর্মীরা উদ্ধার করেন তারা হলো পুজা (২৪) ও তার কন্যা আরাধ্য (৩) এবং সৌম্য (১০)।
ভবনটির কোথাও অগ্নিনির্বাপনের কোনো যন্ত্র পাওয়া যায়নি।
কর্মকর্তা বলেন, ৩ তলায় একটি সিলিন্ডার বিস্ফোরিত হলে ভবনটি আংশিক ধ্বসে পড়ে। আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
বাসস/অনু-জেজেড/১৪০৫/-শআ