বাজিস-২ : নাটোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত

110

বাজিস-২
নাটোর- দুর্ঘটনা
নাটোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত
নাটোর, ২২ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : জেলার বড়াইগ্রাম উপজেলায় আজ দ্রুতগামি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আমীর হামজা (১৫) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।
আজ রোববার দুপুর একটার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমীর হামজা নাটোরের বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটী গ্রামের রান্টু মিয়ার পুত্র।সে মাঝগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিলো।
বড়াইগ্রাম পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান জানান, আজ দুপুর একটার দিকে আমীর হামজা বনপাড়া বাজার থেকে কিছু জিনিসপত্র কিনে মোটর সাইকেলে বাড়ি ফিরছিল।পথে গুনাইহাটি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে সে গুরুতর আহত হয়।
তিনি জানান, স্কুল শিক্ষার্থী আমীর হামজাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীর নিহতের ঘটনা নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ তার স্বজনদের কাঝে হস্তান্তর করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/১৭৪০/এমকে