বাসস ক্রীড়া-১২ : মাঠে যারা ভালো খেলবে তারাই জিতবে : সৌম্য

112

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-বঙ্গবন্ধু বিপিএল
মাঠে যারা ভালো খেলবে তারাই জিতবে : সৌম্য
চট্টগ্রাম, ২২ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ১৭তম ম্যাচে আগামীকাল মুখোমুখি হচ্ছে ঢাকা প্লাটুন ও কুমিল্লা ওয়ারিয়র্স। বর্তমান পয়েন্ট টেবিলে দু’দলই সমান অবস্থায় আছে। কিন্তু কুমিল্লার সাথে মানসিক দিক দিয়ে এগিয়ে রয়েছে ঢাকা। কারন প্রথম পর্বে কুমিল্লাকে ২০ রানে হারিয়েছিলো ঢাকা। তবে আগামীকালের ম্যাচে মাঠে যে দল ভালো পারফর্ম করবে তারাই জিতবে বলে মনে করেন কুমিল্লার ওপেনার সৌম্য সরকার।
আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে ম্যাচ নিয়ে সৌম্য বলেন, ‘এখন পর্যন্ত ঢাকা চারটা ম্যাচ খেলেছে আমরাও চারটা ম্যাচ খেলেছি। দুইটা-দুইটা জয় আছে। কালকের ম্যাচ গুরুত্বপূর্ণ দুই দলের জন্যই। দুই দলই জেতার চেষ্টা করবে। আমরাও জেতার চেষ্টা করব অবশ্যই। মাঠে যারা ভালো খেলবে তারাই জিতবে। আমাদের চেষ্টা থাকবে মাঠে যেন আমাদের পারফরমেন্সটা ভালো থাকে।’
ঢাকা পর্বে স্বাগতিকদের কাছে হার মানে কুমিল্লা। ঐ ম্যাচেও জয়ের জন্য দল খেলতে নেমেছিলো বলে জানান সৌম্য। কিন্তু শেষ পর্যন্ত হারকে বরণ করে নেয় কুমিল্লা। তবে চট্টগ্রামের মাটিতে ঢাকাকে হারানোর জন্যই কুমিল্লা নামবে বলে জানান সৌম্য, ‘আলাদা করে বলতে ঢাকায় আমরা ওদের বিপক্ষে খেলেছি। আশা করি একই পরিকল্পনা থাকবে। আলাদা কোন কিছুই না। স্বাভাবিকভাবে সবার সেরাটা দেওয়ার চেষ্টা করবে, ভালো করার চেষ্টা করবে। ঢাকায় জেতার জন্যই নেমেছিলাম। হেরেছি। কালও জেতার জন্যই নামব। দিনশেষে জানা যাবে কে জিতেছে কে হেরেছে।’
ব্যাটসম্যান হিসেবে পরিচিতি রয়েছে সৌম্যর। মাঝে-মাঝে বল হাতে দেখা যায়। মাঝে বল হাতে না দেখা না গেলেও, সম্প্রতি সময়ে বল হাতে দলের প্রয়োজন মেটানোর চেষ্টা করছেন তিনি। ঢাকার বিপক্ষে প্রথম পর্বে ৩৯ রানে ২ উইকেটও নেন সৌম্য। এমনকি অন্য তিন ম্যাচেও বল করে ৫ উইকেট শিকার করেছেন তিনি। তাই এবারের আসরে তার উইকেট শিকার ৭টি। বিপিএলের আগে এসএ গেমস ও ইর্মাজিং কাপেও ভালো বোলিং করেছেন সৌম্য। বিপিএলে নিয়মিত বোলিং করছেন তিনি। তাই ব্যাটিং-এর পাশাপাশি বোলিং-এও ভালো করতে সর্বাত্মক চেষ্টা সৌম্যর, ‘এখন তো দু’টাই করছি। যখন যেটা করছি সেটাই চেষ্টা করছি শতভাগ দেওয়ার জন্য। ব্যাটিংয়ে গেলে ব্যাটিংয়ে, বোলিংয়ে গেলে বোলিংয়ে। শুরুতে যখন ঢুকেছিলাম তখন বেশির ভাগ সময় তিনটা করে পেস বোলার খেলত। আর ওই রকম ভাবে সুযোগও পাইনি। আর যতটুকু পেয়েছিলাম ওই রকমভাবে নিজেকে প্রমাণও করতে পারিনি বলে পরবর্তী ম্যাচ গুলোতে সুযোগ পাওয়া হয় নাই। এখন চেষ্টা করছি, বোলিং-এর দিকে একটু নজর দিয়েছি এটাও সত্য। যতটুকু সুযোগ পাচ্ছি চেষ্টা করছি। অবশ্যই ব্যাটিংটা আমার প্রধান। বোলিংটায়ও চেষ্টা করছি ফোকাস দেওয়ার জন্য, জোর দেওয়ার জন্য।’
বাসস/এএসজি/এএমটি/১৬২০/স্বব